রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ ‘জুলাই বিপ্লব’ উপলক্ষ্যে একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকলনে প্রকাশের জন্য ‘জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ ও গল্প, ছড়া, কবিতা ইত্যাদি আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংকলনে প্রকাশের জন্য ‘জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ ও গল্প ( এক হাজার শব্দের মধ্যে), ছড়া, কবিতা বিচারকমণ্ডলীর মাধ্যমে সেসব প্রকাশের জন্য নির্বাচন করা হবে।
রচনা A4 মাপের অফসেট কাগজে চারপাশে ১.২৫ মার্জিন দিয়ে সুতন্বী এমজে ফন্টে ১৪ পয়েন্টে ১.৫ লাইন স্পেস দিয়ে কম্পোজ করতে হবে। রচনার প্রথমে পৃথক কাগজে প্রয়োজন মতো রচয়িতার নাম ও পদবী, বিভাগ/দপ্তর/শাখার নাম, বর্ষ, রোল নম্বর, হলের নাম ও যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, রচনাসমূহ আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরে জমা দিতে ও রচনার সফ্ট কপি ই-মেইলযোগে rupr@ru.ac.bd/proffice.ru@gmail.com আইডিতে পাঠাতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::