মাদারীপুরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাদারীপুরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে শিক্ষার্থী, শ্রমিক, পরিবহন মালিক, চালক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সাথে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা- বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে পরামর্শমূলক আলোচনার জন্য মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাধুরব্রিজ ফাঁড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে বেপরোয়া থ্রি-হুইলার চলাচলা, মহাসড়কের উপর ইজিবাইকের স্ট্যান্ড, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে বালু ব্যবসা এবং বেপরোয়া গতিতে বাস চালানোকে বেশি দায়ী করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর রিজিয়ন হাইওয়ে সার্কেলের এএসপি মারুফ হোসেন, মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, মাদারীপুর বাস মালিক সমিতির নেতা তুষু খন্দকার, টেকেরহাট মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ একরাম হোসেন, বিএনপি নেতা গাউছ উর রহমানসহ শিক্ষার্থী, পরিবহন মালিক, চালক, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::