কুবি প্রতিনিধি: স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৪ সালের জুলাই ইডিশনে র্যাঙ্কিংয়ে গত বছরের চেয়ে ২ ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশে ৩৬তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-২০২৪ (জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।
দেশের ১৭০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিকভাবে এর অবস্থান হলো ৪ হাজার ৩১১তম, যা গত বছর অবস্থান ছিল ৪ হাজার ৮২৯তম । সেই তুলনায় কুবি এগিয়েছে ৫১৮ ধাপ।
ওয়েবমেট্রিক্স তথ্য অনুসারে আরও জানা যায়, কুবির বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ৩৯০ তম। গত বছর অবস্থান ছিল ৪০৮তম, যা এগিয়েছে ১৮ ধাপ। এ তালিকায় ১ম ঢাবি ও ২য় রাবির পর দেশসেরা শীর্ষ আরও ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ১৭৮০), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাঙ্কিং ১৭৯৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ১৯৪৫), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ১৯৭৮), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২৩২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২৩২৯)।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, শিক্ষকদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করতে আমরা সবার গবেষণা এগুলোকে শোকেস করবো। আমাদের শিক্ষকরা অনেক গবেষণাই করে থাকে, কিন্তু সেগুলো অনেকক্ষেত্রে শো করা হয় না বিধায় র্যাঙ্কিং করার ক্ষেত্রে কাউন্ট করা হয় না। এখন যদি আমরা এই উদ্যোগটা নিতে পারি তাহলে অন্য শিক্ষকরাও গবেষণায় উদ্বুদ্ধ হবেন। এবং বিশ্ববিদ্যালয়ও সামনে অনেকটা এগিয়ে যাবে।
প্রসঙ্গত, এই র্যাঙ্কিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।
২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে।