দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো  আদালত চত্বরে মসজিদটি উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায়

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো  আদালত চত্বরে মসজিদটি উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায়
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো  আদালত চত্বরে মসজিদটি উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায়। এতে মাদারীপুর জেলার ৫ উপজেলার সর্বসাধারণ জনগণ  মাদারীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন ও  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরবকে ধন্যবাদ জানান। এসময় মাদারীপুর আদালত চত্বরে সেবা নিতে আসা একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, বিভিন্ন কারণে আমাদের আদালত চত্বরে আসতে হতো । এতদিন যোহর নামাজ পড়তে অনেক অসুবিধা হত । কাছে দ্বারে কোন মসজিদ ছিল না । তাই এই মসজিদটি নির্মিত হওয়ায় আমাদের আর যোহর নামাজ পড়তে  অসুবিধা হবে না । এখন আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো । আগে আদালত চত্বরে কোন মসজিদ না থাকায় দুই-এক ওয়াক্ত নামাজ পরা মিস হয়ে যেত । বুধবার বাদ যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদটি উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব, অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়া মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জজ কোর্টের বিচারকবৃন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবাইদুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. বাবুল আক্তারসহ আইনজীবী, কোর্টের স্টাফ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদে উদ্বোধনী নামাজে ইমামতি করেন চন্ডীবর্তি পীর সাহেব হুজুর আলী আহম্মদ চৌধুরী। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজ শেষে আগত মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য,আদালত চত্বরে কোন মসজিদ ছিল না।  মুসল্লিদের নামাজের কষ্ট দেখে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব এক বছর পূর্বে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী, কোর্টের স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::