মাদারীপুরে ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মাদারীপুরে ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: 
আঞ্চলিক ডাল গবেষণা, বিএআরআই, মাদারীপুরের উদ্যেগে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) সকালে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ডালের আধুনিক জাত, চাষাবাদ পদ্ধতি রোগ ও পোকামাকড় এবং সংরক্ষণ পুষ্টিমান নিয়ে আলোচনা করা হয় । মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে ও উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা জামিল হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসি ইসলাম । বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ এআরএস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান, ফরিদপুর সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. সেলিম আহম্মেদ, গাজীপুর ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম মাহবুবুল আলম

Leave a reply

Minimum length: 20 characters ::