আজকের দিনটি নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়ের দিন: ওবায়দুল কাদের

আজকের দিনটি নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়ের দিন: ওবায়দুল কাদের

সমাচার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ’আজকের দিনটি নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়ের দিন। নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব বাংলার জনগণের বিজয় প্রত্যক্ষ করলো।’

রোববার ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের দায়িত্ব পালন করা সংশ্লিষ্ট সবাইসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ’ভোট প্রদানে কোন ভয়ভীতি বা হস্তক্ষেপ ছিলো না। মানুষ নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।

এসময় কাদের বলেন, ’পৃথিবীর কোন দেশে পারফেক্ট গণতন্ত্র নেই। যারা গণতান্ত্রিক দাবি করে, তাদের মানবাধিকার পরিস্থিতি কেমন তা সবাই জানে।’

ওবায়দুল কাদের বলেন, ’সুষ্ঠুভাবে ভোট করতে পারায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার প্রতি অকুন্ঠ সমর্থনের কারণে আওয়ামী লীগের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছেন দেশের মানুষ।

সন্ত্রাস নাশকতার জন্য বিএনপি–জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ’ভোটাররাই এ শক্তিকে বর্জন করেছে। গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আগুন দিয়ে ১২ জন মানুষকে হত্যা করেছে বিএনপি জামায়াত। নির্বাচনে অংশ না নিলেও বিএনপি জামায়াত নাশকতা ও হত্যাকাণ্ড চালিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ’এই নির্বাচন শান্তিপূ্র্ণভাবে অনুষ্ঠান করা জাতির সামনে একটি চ্যালেঞ্জ ছিলো। তা সফলভাবে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন সরকার প্রধান থেকেও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটি অনন্য এক দৃষ্টান্ত।’

Leave a reply

Minimum length: 20 characters ::