মাদারীপুরে মেরিন শিক্ষানবিশদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাদারীপুরে মেরিন শিক্ষানবিশদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের চরমুগরিয়ার শিপ পার্সোনেল ট্রেনিং ইন্সটিটিউট (এসপিটিআই) এর ১১তম ব্যাচের মেরিন শিক্ষানবিশদের বার্ষিক সনদ, পুরস্কার বিতরনী ও বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান চলে। পরে এক আলোচনা সভা শেষে ৪০ জন শিক্ষানবিশ ছাত্রদের মাঝে পুরুস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইডব্লিউটিএ এর সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন।
এসময় এসপিটিআই মাদারীপুর (অতিরিক্ত দায়িত্ব) ও বিআইডব্লিউটিএ এর বরিশাল ক্যাপ্টেন জি.এ.এম আলী রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আফরোজা সুলতানা, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল্লাহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুরের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসপিটিআই এর শিক্ষক সূর্বণা চৌধুরী হিরা।

Leave a reply

Minimum length: 20 characters ::