বাকেরগঞ্জে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে জনসচেতনতা মূলক সভা

বাকেরগঞ্জে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে জনসচেতনতা মূলক সভা
সুরুজ তালুকদার,(বাকেরগঞ্জ প্রতিনিধি) :২০২৩-২৪ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাকেরগঞ্জের দূর্গাপাশায় স্থানীয় জনপ্রতিনিধি,আইন শৃংখলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মাঝি, জেলে, আড়ৎদার ও মৎস্যজীবিদের সাথে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো হানিফ তালুকদার
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো হানিফ তালুকদার বলেন সরকার প্রদত্ত ২২ দিন এই মৎস্য ধরা যাবেনা এটার বিরুদ্ধে যে অভিযান, এ অভিযান পরিচালনার জন্য যেই যেই ধরনের সহযোগিতা দরকার আমাদের দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ, ইউপি সদস্য ও চৌকিদার-দফাদারের সমন্বয়ে নয়টি ওয়ার্ডে নয়টি কমিটি গঠন করে আমরা সুনির্দিষ্ট সময়ে সরকারকে সহায়তা করার জন্য আমরা সকলে মিলে এই মা ইলিশ রক্ষা করার জন্য আমরা নিজেদেরকে আত্মনিবেদিত করবো এবং সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাতে কোনো জেলে ভাইয়ের নদীতে এই সময়ে মা ইলিশ না মারতে পারে,কেউ গোডাউন জাত না করতে পারে,বিক্রি না করতে পারে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হবো
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন  বলেন, আগামী ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ সরকার ঘোষিত এই ২২ দিন পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে  দণ্ডিত করা হবে। তিনি আরো বলেন তাই ইলিশ ধরা বন্ধের এই ২২ দিন মা ইলিশ আইন মেনে চলুন, প্রজনন বৃদ্ধিতে সহায়তা করুন । নাহলে বিধি মোতাবেক আইনুাগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::