মেহরাজ হোসেন (মিরসরাই প্রতিনিধি): ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে খেলায় মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় দল ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঐতিহ্যবাহী মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপজেলা পর্যায়ের দুটি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় দল বনাম জেবি উচ্চ বিদ্যালয় দল পরস্পর মুখোমুখি হয়। দর্শকনন্দিত খেলায় জেবি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে টুর্ণামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করে কররেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। খেলায় রেফারি ছিলেন দিদারুল আলম । সহকারি রেফারি ছিলেন নইমুল ইসলাম এবং ওসমান গণি।
২য় সেমি ফাইনাল খেলায় স্বাগতিক মিঠাছড়া উচ্চ বিদ্যালয় দল বনাম মারুফ মডেল উচ্চ বিদ্যালয় দল পরস্পর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে মিঠাছড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে টুর্ণামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
খেলায় রেফারি ছিলেন হুজ্জাতুল ইসলাম। সহকারি রেফারি ছিলেন সাইফুল ইসলাম এবং মীর হোসেন । আজকে দুটি খেলায় ধারাভাষ্যে ছিলেন মামুন, রিপন এবং তামিম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার,মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ প্রমুখ৷
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।