চার সাংবাদিকের উপর হামলা : কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের

চার সাংবাদিকের উপর হামলা : কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের
প্রণব কুমার সাহা(মাদারীপুর প্রতিনিধি): মাদারীপুরে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ ৪ জন সাংবাদিকদের উপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কুমার নদ দখলকারী দুস্কৃতকারীরা। দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুরের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। কুমার নদ দখল করে স্থাপনা করার সংবাদ সংগ্রহ করতে একুশে টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশসহ জেলায় কর্মরত ৪জন সাংবাদিক মাদারীপুরের বিসিক এলাকার স-মিল এলাকায় যায়।
তারা নদী দখলের ভিডিও নিতে গেলে স্থানীয় প্রভাবশালী ৪-৫ জনের নেতৃত্বে আরও ৮/১০ জন এসে কি করছি জানতে চায়। সাংবাদিকরা নদী দখলের উপর নিউজ করার কথা বললে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা চালায়। সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সেই স্থান থেকে সাংবাদিকরা কৌশলে বের হয়ে এসে মাদারীপুর থানায় যায়। সেখানে মৌখিকভাবে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী লিখিত অভিযোগ করতে বললে লিখিত অভিযোগ দেয়া হয়। মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনা জেনে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::