মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে নিজের ছেলেকে ভাইয়ের ছেলে সাজিয়ে মিউটেশন করে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে । ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ছৈজদ্দিন বেপারীকান্দি গ্রামে। এ ব্যাপারে মাদারীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে নুরুন নাহার ও হাসিবুল হাসান নয়ন তাদের নামে যে ভুয়া মিউটেশন করা হয়েছিল তা বাতিল চেয়ে আবেদন করেছেন। আবেদনে হাসিবুল হাসান নয়ন বলেছে আমার পিতা নাম নুরুল আমিন বেপারী ও মাতার নাম মাকসুদা বেগম । আমার মেঝ চাচা নুরুল হক বেপারী নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আবেদনে নুরুন নাহার বলেছেন, আমার স্বামী নুরুল হক বেপারীর সহিত দাম্পত্য জীবন চলমান থাকা অবস্থায় সন্তান জন্ম দিতে পারি নাই। ফলে উক্ত নুরুল হক বেপারীর সহিত আমার বিগত ২৯ মার্চ ২০১৯ তারিখে তালাক হয়। হাসিবুল হাসান নয়ন আমার সন্তান নহে, সে নুরুল আমিন বেপারী ও মাকসুদা বেগমের সন্তান । উক্ত হাসিবুল হাসান নয়ন এর জন্ম তারিখ ২২ নভেম্বর ২০০৭ সালে। আমরা উভয় পক্ষকাদিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাজেদ বেপারীর কুপরামর্শে ভুল বসত নুরুল হক বেপারীর স্ত্রী ও হাসিবুল হাসান নয়ন পুত্র দাবী করিয়া কাগজপত্র দাখিল পূর্বক শিবচর উপজেলাধীন ৯০ নং মানিকপুর মৌজায় নুরুল হক বেপারীর স্বত্ব দখলীয় ৪৫১১ নং দাগ সহ মোট ২৬ টি দাগের ১৫৫.৮২ শতাংশ ভূমি IX P-1-6644 / 2021-22 নং মিউটেশন কেসে হাসিবুল হাসান নয়ন এবং নুরুন নাহার এর নামে নাম পত্তন করি। আমরা নুরুল হক বেপারীর কোন ওয়ারিশ নই। উক্ত মিউটেশন কেসের কথা জানিতে পারিয়া নুরুল হক বেপারীর বিধবা স্ত্রী সালমা আক্তার ও দুই বোন আলো বেগম ও মুক্তি বেগম অত্র আদালতে XIII-B-০৮ /২০২৩ নং ভুক্তে এক মোকদ্দমা দায়ের করেন। নুরুল হক বেপারীর বড় ভাই নুর ইসলাম বেপারী বাদী হইয়া আমাদের সহ মোট ৫জনকে আসামী করিয়া দঃ বিঃ আইনের ৪০৬/৪৬/৪৬৮/৪৭১ ধারা মতে এক মামলা করে যাহার জি, আর নং ২১৩/২০২৩, শিবচর থানার মামলা নং ৫, তাং ০৪/০৬/২০২৩। উক্ত জি,আর মামলায় বিজ্ঞ আদালত হাসিবুল হাসান নয়নের জন্মদাতা পিতা-মাতার সঠিক পরিচয় জানার জন্য DNA টেষ্টের আদেশ প্রদান করেন। তৎপরবর্তীতে আল্লাহর ইচ্ছায় আমাদের মনে এই উপলব্ধি জন্মে যে, আমরা যাহা করিয়াছি তাহা ভুল করিয়াছি। উক্ত উপলব্ধির কারনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় স্থানীয় ভাবে মীমাংসা হইয়া গিয়াছি। উক্ত মীমাংসার শর্তমতে আদালতে চলমান XIII-B- ০৮/২০২৩ নং মোকদ্দমাটি পরিচালনা করিব না এবং উক্ত মামলাটি মঞ্জুর হইলে আমাদের কোন আপত্তি নাই ও থাকিবে না। বিজ্ঞ আদালত XIII-B-০৮/২০২৩ নং মোকদ্দমাটি মঞ্জুর করিয়া IX-P-1-6644/2021-22 নং মিউটেশন কেস বাতিল করিলে আমরা ভবিষ্যতে উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চাদালত বা দেওয়ানী আদালতে কোন মোকদ্দমা করিব না।