মৌলভী পাড়ায় ৪০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে আটক ১

মৌলভী পাড়ায় ৪০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে আটক ১
মুহাম্মদ কিফায়তুল্লাহ(টেকনাফ): র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়ার এলাকার জনৈক আব্দুর রহমানের খামার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট ২০২৩ খ্রিঃ সকাল অনুমান ০৯.২০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ইয়াসিন মোল্লা নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় ইয়াসিন মোল্লা (২২), পিতা-মোঃ ছলিম উল্লাহ, মাতা-লায়লা বেগম, সাং-মৌলভী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী তার আপন বড় ভাই এবং তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয় পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::