পাকিস্তানে ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত:নিহত ২০,আহত ৮০

পাকিস্তানে ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত:নিহত ২০,আহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে ২০ জন নিহত ও ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ট্রেন দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।ডন জানায়, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলোর কাছে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়েছে, যাদের মধ্যে কয়েকজন তাদের পাশে শুয়ে আছে।এর আগে শনিবার ভোরবেলা পাদিদান রেলওয়ে স্টেশনের কাছে আল্লামা ইকবাল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তার একদিন পর আজ এ দুর্ঘটনা ঘটল।লাহোরে মিডিয়ার সাথে কথা বলে জানা যায়, দেশটির রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন,আজকের ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।মন্ত্রী বলেন, ট্রেনটি যুক্তিসঙ্গত গতিতে চলছিল, যা প্রাথমিক তদন্তে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।দুর্ঘটনার ব্যাপারে মন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::