কলসকাঠীতে বিলীনের পথে সড়ক:ভোগান্তি জনসাধারণের 

কলসকাঠীতে বিলীনের পথে সড়ক:ভোগান্তি জনসাধারণের 
সুরুজ তালুকদার(বাকেরগঞ্জ): উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের একমাত্র রাস্তাটি বিলীন হওয়ার পথে। বেহাল অবস্থা নিমজ্জিত কলসকাঠীর ইউনিয়নের এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে কয়েকহাজার মানুষ যাতায়াত করে। এছাড়াও মানুষের চলাচলের পাশাপাশি  ভ্যানগাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলসহ মালামাল ও যাত্রী নিয়ে অনেক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। নদীতে একটু জোয়ার আসলেই পানিতে ডুবে যায় রাস্তাটি।এছাড়াও পানি নেমে গেলেও চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার স্বীকার হচ্ছে নারী শিশুসহ বিভিন্ন যানবাহন। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের এলাকার কোন অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু বেহাল সড়কের কারণে ভোগান্তি পোহাতে হয় রোগী ও তার স্বজনদের। শুধু তাই নয় প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তারা আরও বলেন, স্থানীয় মেম্বার নুরুল ইসলাম মোল্লার কাছে অনেকবার বললেও কোন প্রতিকার মেলেনি। সড়কটি সংস্কার করার ব্যবস্থা নিবে নিবে বলে এখন পর্যন্ত  এ ব্যাপারে কোনও উদ্যেগ গ্রহন করেননি। বেবাজ ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরুল ইসলাম মোল্লাকে রাস্তাটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন গত ২বছর আগে আমি নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করেছিলাম।   কলসকাঠী ইউনিয়ন পরিষদ থেকে তাকে রাস্তাটি সংস্কারের অর্থ বরাদ্দ দেয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কোনও বরাদ্দ পাননি। রাস্তাটি বেহাল অবস্থা সম্পর্কে চেয়ারম্যানের সাথে আলোচনা করেছি,অতি শীঘ্রই চেয়ারম্যান রাস্তাটির সংস্কার করবে বলে আশা প্রকাশ করেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::