সাতক্ষীরার কলারোয়ায় ৩টি ভারতীয় এয়ারগানসহ একজন আটক

সাতক্ষীরার কলারোয়ায় ৩টি ভারতীয় এয়ারগানসহ একজন আটক
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া থেকে ভারতীয় ৩টি এয়ারগানসহ এক চোরাকাবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের কাতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমান কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃত আসামী মো. ইব্রাহিম হোসেন (৪০) যশোর জেলার শার্শা উপজেলার পারের কায়বা গ্রামের মো. রমজান আলী দালালের ছেলে।কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া থানার আওতাধীন চন্দনপুর ইউনিয়নের কাতপুর এলাকায় ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবরুদ নিয়ে একজন চোরাকাবারি অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয় থানা পুলিশের  একটি দল সেখানে অভিযান চালিয়ে চোরাকাবরি ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুর পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়।আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলারোয়া থানায় নিয়তি মামলা রুজু হয়েছে। যার মামলা নং ১৭ এবং আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে

Leave a reply

Minimum length: 20 characters ::