সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছে কলসকাঠী ইউনিয়নের যুবকরা

সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছে কলসকাঠী ইউনিয়নের যুবকরা
সুরুজ তালুকদার (বাকেরগঞ্জ প্রতিনিধি) :   বরিশালের বাকেরগঞ্জের  কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের উদয়ীমান কিছু যুবকরা সেচ্ছাশ্রমে নিজ অর্থায়নে ৫০ মিটার রাস্তা মেরামত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়,  বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া এলাকায় মো:আপ্তার আলী খানের  বাড়ির সামনে ৫০ মিটার রাস্তাটি ব্রিজের কাজের জন্য স্কেবেটার দিয়ে কাটা হয়েছে। ব্রিজের ঠিকাদার আল মামুনকে বললে সে রাস্তাটি পূর্বের অবস্থায় করে দিতে অসম্মতি জনায়। রাস্তার কনট্রাক্টর ছিলেন উপজেলা বিএনপির সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা খাদিজা।
সে নিম্নমানের ইট দিয়ে রাস্তাটি করার ফলে ভিবিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয় এবং পরে কাজ বন্ধ করে দেয় এলজিইডি  অফিস কর্তৃপক্ষ।  পরবর্তিতে এই এলাকার হাজার হাজার মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলার পর সমাধান না পাওয়ার  স্থানীয় যুবক পারভেজ খানের উদ্যেগে এলাকার যুবকরা রাস্তার  কাজটি নিজস্ব অর্থায়নে সম্পূর্ন করেছে। এতে স্থানীয় জনসাধারণ সবাই তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং যুবকরা এ ব্যাপারে  দৈনিক সমাচার’কে বলেছেন, তারা  সব সময় জনকল্যাণমূলক কাজের জন্য প্রস্তুত আছে। এলাকাবাসী জানায়,তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানালে, সে কোনও ব্যবস্থা গ্রহন করেননি। তাই যুবসমাজ বাধ্য হয়েই তাঁদের চলাচলের সংযোগ সংড়কটি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::