মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩

মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলা এবং প্রযুক্তি সপ্তাহ ২০২৩ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । জেলার ৫টি উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের ১৫টি দল এতে অংশগ্রহণ করে । ক্ষুদে শিক্ষার্থীদের উদ্বাবিত প্রদর্শনী, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।  শুক্রবার (৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উক্ত বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।  উদ্বোধন শেষে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় শাজাহান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য প্রদান করেন। শনিবার (১০ জুন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হবে । মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জামান মিয়া, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শামীমা শারমিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ  তত্ত্বাবধান করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

Leave a reply

Minimum length: 20 characters ::