কবরস্থানের মাটি কেটে ব্রিজের এজিং ভরাট

কবরস্থানের মাটি কেটে ব্রিজের এজিং ভরাট
সুরুজ তালুকদার (বাকেরগঞ্জ প্রতিনিধি): বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া এলাকায় বেকু দিয়ে  কবরস্থানের মাটি কেটে রাতের অন্ধকারে ব্রিজের এজিং ভরাট করেছে ঠিকাদার আল মামুন। স্থানীয় ইউপি সদস্য জাকির খানের সাথে কথা বলে জানা যায়, কবরস্থান নির্মাণের জন্য মাটি কেটে কবরস্থানের উপরে রেখেছিল তারা,সেই মাটি রাতের অন্ধকারে বেকু দিয়ে কেটে ব্রিজের এজিং ভরাট করা হয়। বেকুর পরিচালনার দায়িত্বে ছিল নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়া লিটন হালদার সজীব।  এ ব্যাপারে  জিজ্ঞেস করলে সে বলে স্থানীয় ইউপি সদস্য  জাকির খানের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা হয়েছে। বেকুর ড্রাইভারকে জিজ্ঞেস  করলে জানায় , আমাকে ঠিকাদারের নিয়োগকৃত সহকারী  যে সাইড দেখাশোনা করে  এই মাটি দেখিয়ে দিয়েছে এবং সে সকালবেলা এজিং ভরাট না করেই বেকু নিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায়  বেকু নিয়ে পালিয়ে যায়। কলসকাঠী ইউনিয়নের জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে বাকেরগঞ্জের কলসকাঠীতে বিভিন্ন জায়গায় বেকু দিয়ে রাতের অন্ধকারে ফসলী জমি কেটে নেওয়া হয়। যার ফলে ফসলী জমি হারিয়ে ফেলতেছে স্থানীয় লোকজন, মানুষের বসতবাড়িও যেকোনও মূহুর্তে বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। এ ব্যাপারে দৈনিক সমাচার কে বলেন সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের সাথে কথা বলে জানতে পারে, কলসকাঠী ইউনিয়নের দুইজন মেম্বারসহ অনেকেই তার কাছে এ ব্যাপারে বলেছে শীঘ্রই সে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিবে। এবং কলসকাঠীর স্থানীয় লোকজন কারা এসব কাজ করে তাদের লিষ্ট তার কাছে দিয়ে গেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::