আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (১৪ মে) সকাল ৮টা থেকে দেশটিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।দেশটির বড় শহর ইস্তাম্বুলের উসকুদার জেলার একটি ভোটকেন্দ্রে তিনি এ ভোট দেন।ভোট দেওয়ার পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, কোনো সমস্যা ছাড়াই সারাদেশে ভোট শুরু হয়েছে। দেশটির ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাগরিকরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। ওইসব অঞ্চলেও আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি।এ সময় তিনি তুরস্কের জনগণ ও গণতন্ত্রের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এরদোয়ান সব নাগরিককে কোনো উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ভোট তুরস্কের গণতান্ত্রিক শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ।রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে তুরস্কের লাখ লাখ ভোটার অংশগ্রহণ করেন।দেশটিতে ভোটার সংখ্যা ৬ কোটি ৪০ লাখেরও বেশি। এর মধ্যে নতুন ভোটার ৪৯ লাখ। এরই মধ্যে ১ কোটি ৭৬ লাখ ভোটার প্রবাস থেকে আগেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারাদেশে ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।প্রত্যেকে দুটি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে পারবেন। একটি ব্যালটে প্রেসিডেন্ট ও অপর ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের জন্য তারা ভোট দেবেন। নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদ সদস্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন।ভোটাররা এরদোয়ান, কিলিকদারোগলু ও সিনান ওগান- এ তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে নির্বাচিত করবেন।প্রেসিডেন্ট পদের আরেক প্রার্থী মুহাররেম ইনসে বৃহস্পতিবার (১১ মে) প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।দেশটির সংসদ নির্বাচনে ৩০টির বেশি দল থেকে ১৫০ জন প্রার্থী অংশ নিয়েছেন।নির্বাচনে পাঁচটি জোট অংশ নিয়েছে। জোটগুলো হলো-পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স ও ইউনিয়ন অব সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স।