বাকেরগঞ্জের রাসেল রনি ঢাকায় প্রতারনা মামলায় আটক

বাকেরগঞ্জের রাসেল রনি ঢাকায় প্রতারনা মামলায় আটক
সুরুজ তালুকদার (বাকেরগঞ্জ প্রতিনিধি) : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চর আউলিয়াপুর-হেলেঞ্চা এলাকার প্রতারক রাসেল রনি ঢাকায় প্রতারনা মামলায় আটক হয়েছে মতিঝিল থানার এ,এস,আই মোস্তাফিজুর রহমান তাকে মতিঝিল এলাকা থেকে আটক করেন। সূত্রে জানা যায়,প্রতারক রাসেল রনি পটুয়াখালী এবং বাকেরগঞ্জের সাধারণ  মানুষকে চাকুরী এবং বিভিন্ন ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছিল প্রায় ৫০-৬০ লক্ষ টাকা তার সাথে সহযোগি ছিল তাঁর স্ত্রী। বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ভুক্তভোগী রাব্বী মৃধা দৈনিক সমাচারকে জানান, ২০১৮ সালে পোস্ট অফিসে চাকুরী দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল নগদ ৭ লক্ষ টাকা। টাকা নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের ছলচাতুরী শুরু করেন প্রতারক রাসেল রনি। তারপর  সে চাকুরী দিবে বলে অনেকদিন ভুক্তভোগীকে ঘোরাতে থাকে। এরপর হঠাৎ করে সে টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে খোঁজ নিয়ে পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের তখনকার ছাত্রলীগ সভাপতি রুবেল তালুকদারের সাথে কথা বলে জানা যায়, সে সহ আরো অনেকের কাছ থেকেও প্রতারক রাসেল রনি চাকুরী ও বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ২৫-৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। এরপর রুবেল তালুকদার  গারুড়িয়া তাঁদের বাড়িতেও নাকি প্রতারক রাসেল রনিকে খুঁজতে এসেছিল কিন্তু তাকে তখন বাড়িতে পাওয়া যায় নি বলে জানায় সে। পরবর্তীতে কলসকাঠী ইউনিয়নের ভুক্তভোগী রাব্বী মৃধার করা প্রতারণা মামলাটি ওয়ারেন্ট হয় মামলা নং-১১২ । এ ব্যাপারে মতিঝিল থানার এ,এস,আইয়ের সাথে রাব্বী মৃধার বাবা কথা বললে তিনি জানান,তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাদের মামলাটি এখনও চলমান আছে কিনা এসব ব্যাপারে জিজ্ঞেস করেন। এছাড়াও আরো যাদের সাথে প্রতারনা করেছে, তারা কারো পরিচিত হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরে বাকেরগঞ্জ থানায় ভুক্তভোগী রাব্বী মৃধা গিয়ে প্রতারক রাসেল রনির  বিরুদ্ধে করা প্রতারণা মামলাটির কপি ও ওয়ারেন্টের কপি মেইল করে ঢাকায় পাঠিয়ে দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::