মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস ধীরগতিতে চলমান একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।বুধবার (৩ মে) গভীর রাতে নিউ ভ্যালি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় গভর্নর মোহাম্মদ এল-জামলুত।তিনি আরও জানান এ দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।নিউ ভ্যালির এ গভর্নর বলেন, দুর্ঘটনায় হতাহতদের নিকটবর্তী হাসপাতাল ও মর্গে স্থানান্তরের জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।এল-শোরুক নামে একটি স্থানীয় দৈনিক নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, বাসটি সড়কে প্রায় থামানো অবস্থায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে রাজধানী কায়রো যাচ্ছিল।সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মিশরে হাজার হাজার প্রাণহানি ঘটে। দেশটিতে পরিবহন নিরাপত্তার রেকর্ড শোচনীয় পর্যায়ে। দেশটিতে সড়ক দুর্ঘটনা বেশিরভাগই হয় দ্রুতগতি, সড়কের বেহাল অবস্থা ও দুর্বল ট্রাফিক আইনের কারণে।

Leave a reply

Minimum length: 20 characters ::