মাদারীপুরে মানব পাচার বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মাদারীপুরে মানব পাচার বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, আত্নহত্যা, সন্ত্রাস, দূর্নীতি ও মানব পাচার বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৩ এপ্রিল)  বৃহস্পতিবার বিকেলে রাজৈর থানার আয়োজনে বর্নিল এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা। রাজৈর থানা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে থানার মোড়ের সড়ক প্রদক্ষিন করে এসে রাজৈর থানায় এসে শেষ হয়। পরে জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও মানব পাচার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম। রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. আলাউল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস) মো. মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শামীম নেওয়াজ এবং অফিসার ইনচার্জগণসহ এলাকার সম্মানিত জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী