নিউজ ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে লালবাগ ডিভিশনের ডিসি মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার কারণ দেখিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলা অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ফায়ার সার্ভিস সদস্যদের মারধরের পাশাপাশি সদর দপ্তরে হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে। এসব কারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।