নিউজ ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে লালবাগ ডিভিশনের ডিসি মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার কারণ দেখিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলা অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ফায়ার সার্ভিস সদস্যদের মারধরের পাশাপাশি সদর দপ্তরে হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে। এসব কারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।