প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মো. কায়েসুর রহমান কালকিনি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করার পর থেকে পাল্টে গেছে ভূমি অফিস । তিনি যোগদান করে অফিসের সকল কর্মকর্তা -কর্মচারীদের নিয়ে মিটিং করে বলেন এখন থেকে মানুষকে সেবা দিতে শিখুন, পরকালের জন্য কিছু করে জান। অতীতে যেইভাবে ভূমি অফিস চলেছে এখন একটু ব্যতিক্রম ভাবে চলবে। অফিসে এসে কেউ যদি হারানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।ভূমি অফিসে সেবা নিতে আসা রফিকুল ইসলাম বলেন, ভূমি অফিসে অতিরিক্ত কোন টাকা-পয়সা দেওয়া লাগেনা । সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ দেলোয়ার হোসেন খুব ভালো মনের মানুষ, হরানি ছাড়াই আমার কাজ করে দিয়েছে।
এই ব্যাপারে ভূমি অফিসের মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমাদের স্যার খুব ভালো মনের মানুষ ।আমাদের কাছে মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য।কালকিনি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার মো. কায়েসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পরকালের কথা চিন্তা করি মানুষের কাছ থেকে টাকা খেয়ে কি হবে। আমি সরকার থেকে যে টাকা পাই তাই দিয়ে আমাদের ভালোভাবে চলে যায়। মানুষ যেন হারানি না হয় সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি।