পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিষখালি নদীতে দুই ট্রলারের সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত রুবেল (৩০) পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. কাদেরের ছেলে।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর জিনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিষখালী নদীতে মো. রুবেল ট্রলার বন্ধ রেখে ইঞ্জিন পরিষ্কার করছিলেন। এসময় পেছন দিক থেকে আসা চান মিয়া মালিকানাধীন একটি ট্রলার এসে ধাক্কা দিলে রুবেল গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।