মাদারীপুর উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধনী করেন স্পিকার

মাদারীপুর উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধনী করেন স্পিকার
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর থানাধীন আসমত আলী খান স্টেডিয়ামে জেলা প্রশাসন মাদারীপুর কর্তৃক  আয়োজিত “মাদারীপুর উৎসব ২০২৩” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর উৎসব ২০২৩” এর শুভ উদ্বোধনী করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি । মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনি, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে.এম আবদুস সালাম, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপক তাহমিনা বেগম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার  মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা শরমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিইভি) নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির । এছাড়াও মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ওবাইদুর রহমান কালু খান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ মাদারীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সাংবাদিক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ  উপস্থিত ছিলেন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে  বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ও বাস্তবতা। সেই বাস্তবতাকে আরো পরিণিত করতেই সরকার স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। তার জন্যে চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে। তা হলো স্মার্ট শাসন ব্যবস্থা, স্মার্ট কমিউনিটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সিটিজেন। এই চারটি বিষয়কে অধিক গুরুত্ব দিয়েই সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষার জন্যে আগামী ২১০০ সালকে মাথায় রেখে ডেল্টা প্লান করেছে সরকার। ফলে দুর্যোগ মোকাবিলায় আমরা সক্ষমতা অর্জন করতে পারবো। এরই মধ্যে মেক্ট্রোরেল উদ্বোধন হয়েছে। আর কিছু দিনের মধ্যেই চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল চালু করা হবে। এতেই প্রমাণ হচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছে। এর সবকিছুর পরিকল্পণাকারীই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের কৃষক মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। যে উন্নয়নের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেটা হলো অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন। দেশের ব্যাংকিং সেবার ভেতরে কিভাবে কৃষকের অন্তর্ভূক্ত করা যায় সে লক্ষ্যে এই পরিকল্পনা। দেশের অর্ধেক জনগোষ্ঠির বেশি নারী। নারীদের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম করছে। তাদের দক্ষতার উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তাদের এগিয়ে আনা। নারীদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা। তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারসহ নানা প্রশিক্ষণ দিয়ে এগিয়ে আনছে সরকার। ই-কমার্স অনলাইনের মাধ্যমেও নারীরা কিভাবে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা নিয়েছে সরকার।
জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, ২০০৯ থেকে বর্তমান সরকার একটানা ক্ষমতায় রয়েছে। এরমধ্যে দারিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে কমিয়ে ২১ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানা ধরনের ভাতা দিচ্ছে সরকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত