বাড়তি ভর্তি ফি, স্কুলে স্কুলে মনিটরিং টিম

বাড়তি ভর্তি ফি, স্কুলে স্কুলে মনিটরিং টিম

নিউজ ডেস্ক : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম সরেজমিন পরিদর্শন শুরু করেছে।  শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা বুধবার সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ  যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন।এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত ১৬টি মনিটরিং কমিটি রাজধানী ঢাকায়, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলা, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং করছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিদর্শন করে তারা অধিদপ্তরে রিপোর্ট জমা দেবেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি