বিএনপির ৫ এমপির পদত্যাগপত্র গ্রহণ

বিএনপির ৫ এমপির পদত্যাগপত্র গ্রহণ

নিউজ ডেস্ক :  জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচজন সংসদ সদস্য।  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ছাড়া বাকি পাঁচজন রোববার (১১ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্র জমা দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে সংসদ ভবন থেকে বের হয়ে আসেন এমপিরা।হারুনুর রশিদ দেশের বাইরে থাকায় আজ (রোববার) জমা দিতে পারেননি। তিনি ২০ ডিসেম্বর দেশে ফিরলে জমা দেবেন। অপর সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদে উপস্থিত হতে পারেননি।এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার সকাল ১১ টায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।এর আগে শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন তার বক্তৃতায় বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।অপর সদস্য রুমিন ফারহানা তার বক্তৃতায় বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা ই-মেইল পদত্যাগ পত্র জমা দিয়েছি।৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া