প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : অল্প কয়েকদিনের মধ্যে শেখ মোঃ মোস্তাফিজ রহমান তার মেধা ও দক্ষতা দিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছে ।জানা যায়, শেখ মোঃ মোস্তাফিজ রহমান ৯ জুন ২০২২ তারিখে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। যোগদান করে তিনি থানা সংশ্লিষ্ট সকলের সাথে জরুরী মিটিং করে বলেন অতীতে যেইভাবে থানাগুলো চলতো এখন একটু ব্যতিকর্ম ভাবে চলবে । থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ কোনো বিষয়ে টাকা পয়সা নিবেন না । মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য রাখবেন।
পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করতে আসা এক ব্যক্তি সাথে কথা হলে তিনি বলেন আমাগো থানায় নতুন এক ওসি এসেছে, তিনি নাকি অনেক ভালো, ধৈর্য সহকারে মানুষের কথা শুনেন, মানুষকে সঠিক পরামর্শ দেন, আমি একটি মামলা করেছি, মামলা করতে কোন টাকা পয়সা লাগেনি, আমি আরো শুনেছি ওসি শেখ মোঃ মোস্তাফিজ রহমান একজন সৎ লোক । তার মতো এমন অফিসার যদি সব থানায় থাকতো তাহলে মানুষের সেবা পেতে আর কষ্ট হতো না ।পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোস্তাফিজ রহমান বলেন, আমি যোগদান করার পর থেকে সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দেওয়ার জন্য । মানুষ যেন থানায় এসে কোনো রকম হয়রানি শিকার না হয় সেই দিকে কঠোর মনিটরিং করি, এছাড়াও ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয় স্যারের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরকালের চিন্তা করি, মানুষের কাছ থেকে টাকা খেয়ে কি হবে, আমি সরকার থেকে যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।