শিবচরে ২৫ নভেম্বর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবচরে ২৫ নভেম্বর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ২৫ নভেম্বর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জানা যায়, ২৫ নভেম্বর ছিল শিবচর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধায় চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিবচর থিয়েটার। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে স্থানীয় শিল্পীদের পরিবশনায় নৃৃত্য, আবৃত্তি, গানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর শিবচর থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “ এইখানে সবখানে” মঞ্চস্থ হয়। শাহীন রহমানের রচনায় নাটকটি নির্দেশনা করেছেন তৌহিদুল ইসলাম খান।শিবচর থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার হাসান খান রানার সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া