শান্তিরক্ষা মিশনে বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার জসিম নিহত

শান্তিরক্ষা মিশনে বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার জসিম নিহত

নিউজ ডেস্ক :  আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের বোমা হামলায় মোহাম্মদ জসিম মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে।মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাত ৩টায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকান প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে।নিহতের বড় ভাই মোহাম্মদ জুলহাস বলেন, সিলেট ৬১ বেঙ্গল রেজুয়ান থেকে মঙ্গলবার বেলা ১১টায় মোবাইল ফোনে আমাদের জানানো হয় আমার ভাই আফ্রিকায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছে। সে ৬১ বেঙ্গলে চাকরি করতো। ১০ বছরের চাকরি জীবনে এই প্রথম ৯ মাস আগে শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় যায়।  তিনি আরও বলেন, সরকার যেন দ্রুত আমার ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে এবং ভাইয়ের পরিবার ও শিশুদের দায়িত্ব নেয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, জসিমের মরদেহ যেন দ্রুত দেশে আনা যায় সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি