দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :  দেশে বর্তমানে নরমাল ডেলিভারির হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এই নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ বলেও তিনি জানান।সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান।  এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ এবং সিজারিয়ান ডেলিভারির হার ৩১ শতাংশ। নরমাল ডেলিভারির হার বৃদ্ধি ও সিজারিয়ান সেকশন হ্রাসকল্পে প্রমোশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট নেসিসিটি অ্যান্ড জাস্টিফিকেশন অব ক্রিয়েশন সেকশন শীর্ষক কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।  এই প্র্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির ইতিবাচক বিষয়ে আলোচনা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের বিষয় সম্পর্কে গর্ভবতী মাকে অবহিত করা হয়ে থাকে। গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা নিশ্চিতকল্পে বাড়িতে বাড়িতে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘মা’ সমাবেশ করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া