আজমীর শরীফ জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

আজমীর শরীফ জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন।আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরের তৃতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেলে আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।পরদিন ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জয়পুর শহর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজমীর শরীফ জিয়ারত নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার তিনি আজমীর শরীফ জিয়ারত করেছেন।২০১৭ সালে ভারত সফরকালে আজমীর শরীফ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০১০ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীর সফরে যান। সে সময় তিনি মাজারে চাদর উপহার দেন। সেই সফরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও সঙ্গে ছিলেন।তখন মাজারের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন, ‌‘যতবারই আমি এই সুন্দর ও পবিত্র স্থানটিতে আসি মনেশান্তি অনুভব করি’।বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতেন।এর আগে, ২০১৯ সালের ৩ অক্টোবর দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া