বরিশালে বাকেরগঞ্জ বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশালে বাকেরগঞ্জ বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক :  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং ট্রলিচালক বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫)।বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম  জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় ও বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ট্রলিচালক জহিরুলের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তবে এর আগেই বায়েজিদ ও রাকিব নামে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া বাসের কোনো আহত যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এদিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির বলেন, বাকেরগঞ্জ এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তারা দুজনই হাসপাতালে আনার পথেই মারা গেছেন।এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ হরে কৃষ্ণ শিকদার বলেন, নিহত ওই দুজনের মরদেহ হাসপাতালের রাখা হয়েছে।এদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন  বলেন, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাওয়ার পথে পণ্যবাহী ছোট একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর এতে ট্রলিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা গেছেন। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যুর খবর এখনও আমরা জানতে পারিনি। এছাড়া বাসের এক যাত্রী সামান্য আহত হয়েছেন।তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা