ট্রেন-বাস-লঞ্চে করে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ট্রেন-বাস-লঞ্চে করে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা
পরিবার পরিজন নিয়ে পবিত্র কোরবানির ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন রাজধানী ছিলো প্রায় ফাঁকা থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে মানুষ। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল  ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার নিয়ে অসংখ্য মানুষ রাজধানীতে ফিরছে। কমলাপুর রেলস্টেশন সকাল থেকেই ছিলো ফাঁকা। কয়েকটি ট্রেন ছেড়ে যায় অল্প সংখ্যক যাত্রী নিয়ে। সকাল গড়িয়ে দুপুর হতেই উত্তরাঞ্চল থেকে কয়েকটি ট্রেন এসে থামে প্লাটফর্মে। কয়েক মিনিটের মধ্যে পুরো প্লাটফর্ম পরিপূর্ণ হয়ে যায় ফিরতি যাত্রীদের পদচারণায়। হাতে ব্যাগ, মাথায় বস্তা নিয়ে রাজধানীর কর্মস্থলের উদ্দেশ্যে একে একে ছাড়তে শুরু করেন প্লাটফর্ম।  সায়েদাবাদ বাস টার্মিনালে ভোর থেকেই বিভিন্ন জেলার ফিরতি যাত্রীদের ভীড়।
তবে ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মূলত, ঈদে যারা কর্মস্থলে বিশেষ দায়িত্ব পালন করেছেন, তারাই আজকে ঢাকা ছাড়ছেন। খুলনা থেকে আসা রবিন নামে এক যাত্রী বলেন, এবারই জীবনের প্রথম পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র ৪ ঘণ্টায় সায়েদাবাদ এসে পৌঁছালাম। আমি অভিভূত।

ভোর থেকেই সারি সারি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে দেখা যায়। প্রতিটি লঞ্চই ছিল কানায় কানায় পূর্ণ।

রাজধানীর ফার্মগেট, বিজয়সরণী, তেজগাঁও এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুবই কম। কোথাও নেই যানজট। স্বস্তিতেই লোকজন চলাফেরা করতে পারছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত