আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২ জুন) ভোরে বেথেলহেম শহরের দক্ষিণাঞ্চলে ধেইশেহ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন আয়মান মাহমুদ মাহিসেন(২৯)। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, মাহিসেন তিন সন্তানের জনক ছিলেন। সে ইসরায়েলের কারাগারে তিন বছর ছিলেন। এদিকে স্থানীয় সময় বুধবার (১ মে) গভীর রাতে উত্তর পশ্চিমতীরের জেনিন শহরের বাইরে ইয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে বিলাল আওয়াদ কাবাহাকে (২৪) হত্যা করে ইসরায়েলি বাহিনী। কাবাহাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরে হামলার ঘটনার পর গত মার্চ থেকেই সেখানে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।