‘লকডাউনের’ মধ্যে সূচক বাড়লেও কমেছে লেনদেন

‘লকডাউনের’ মধ্যে সূচক বাড়লেও কমেছে লেনদেন
ঢাকা: সরকার ঘোষিত সীমিত পরিসরে ‘লকডাউনের’ মধ্যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৪ ও ২১৭৬ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৪১২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।সোমবার ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কুইন সাউথ, মালেক স্পিনিং, ডাচবাংলা ব্যাংক, আনোয়ার গ্ল্যাভানাইজিং রিং সাইন, জিবিবি পাওয়ার, আলিফ ও ডিএসএসএল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সোমবার সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১৪ কোটি ৮ লাখ টাকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া