২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকছেন ট্রুডো

২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকছেন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকতে দেশটির বিরোধী ও বামপন্থী দল এনডিপির (নিউ ডেমোক্রেটিক পার্টি) সমর্থন পেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি।মঙ্গলবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন।তিনি জানান, বিরোধী ও বামপন্থী দলের সঙ্গে সমঝোতা হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না। তারা বাজেট পেশ ও তা রূপায়ণের মাধ্যমে কানাডার মানুষের জন্য কাজ করবে।এর আগে গত সেপ্টেম্বরে ট্রুডোর লিবারেল পার্টি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ অবস্থায় বামপন্থীদের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে হচ্ছে ট্রুডোকে। তবে বামপন্থী এনডিপি সরকারে থাকবে না। আর তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, তার অন্যতম শর্ত হলো- সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।ট্রুডো বলেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, সেটার ওপরই ফোকাস থাকবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার ওপর নয়।ট্রুডো জানিয়েছেন, তার নেতৃত্বেই দল আবার ২০২৫ সালের নির্বাচনে লড়বে।এ বিষয়ে এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতা আর থাকবে না।তবে দেশটির বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলছেন, এই সমঝোতা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। কানাডার মানুষ ট্রুডোর ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা