রাশিয়া যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে: শোয়ার্জনেগার

রাশিয়া যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে: শোয়ার্জনেগার
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে বলেছেন টার্মিনেটর খ্যাত মার্কিন তারকা আরনল্ড শোয়ার্জনেগার।সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত নয় মিনিটের একটি ভিডিওতে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে তাদের কাছে মিথ্যাচার করা হচ্ছে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের উচ্চাকাঙ্খার জন্য রুশ সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন। পুতিনের উদ্দেশে তিনি বলেন, আপনি এই যুদ্ধ শুরু করেছেন। আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই যুদ্ধ থামাতে পারেন।মার্কিন তারকা শোয়ার্জনেগার রাশিয়াতে ভীষণ জনপ্রিয়। ধারণা করা হয়, পুতিনের কাছেও তিনি জনপ্রিয়।ভয়েজ অব আমেরিকা   জানিয়েছে, ‘দ্য প্রেসিডেন্ট অব রাশিয়া’ নামের টুইটার অ্যাকাউন্টটি যে ২২টি অ্যাকাউন্টকে ফলো করে, তার একটি শোয়ার্জনেগারের অ্যাকাউন্ট।শোয়ার্জনেগার বলেন, রুশ সেনাদের বলা হয়েছিল ইউক্রেনে নাৎসিদের বিরুদ্ধে লড়াই করার কথা। তাদের বলা হয়েছিল, ইউক্রেনে রুশ জাতিসত্ত্বার মানুষদের রক্ষা করবে বা তারা একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। কিন্তু অনেক রুশ সেনা এখন জানে সেই দাবিগুলো মিথ্যা ছিল। তাদের বীরের বেশে গ্রহণ করা হয়নি।রুশ সেনাদের উদ্দেশে শোয়ার্জনেগার বলেন, এটি একটি অবৈধ যুদ্ধ। আপনাদের জীবন, অঙ্গপ্রত্যঙ্গ ও ভবিষ্যৎকে একটি অর্থহীন যুদ্ধের জন্য বিসর্জন দেওয়া হচ্ছে। এই যুদ্ধ নিয়ে সমগ্র বিশ্ব নিন্দা জানিয়েছে।আবেগময় ভিডিওটি শোয়ার্জনেগার টুইটার, ইউটিউব ও ইন্সটাগ্রামে পোস্ট করেন। যেহেতু সেগুলোর কয়েকটির প্রচার রাশিয়াতে বন্ধ রয়েছে, সেহেতু তিনি ভিডিওটি টেলিগ্রামে পোস্ট করতে ভোলেননি। কারণ এই ম্যাসেজিং অ্যাপটি রাশিয়ায় নিষিদ্ধ নয়।রাশিয়ার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন শোয়ার্জনেগার। তিনি সেখানে শরীরচর্চাবিদ ও চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে গিয়েছিলেন। এছাড়াও ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে মস্কোতে একটি সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।প্রসঙ্গত, রুশ আগ্রাসন শুরুর পর ২৪ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া