রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ইউক্রেনে এখনো ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।
*মানবিক করিডরের অনুমতি
রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা।
*মারিওপোলে পানি-খাবারের অভাব
পূর্ব কৃষ্ণ সাগরের বন্দরটিতে পানি ও খাবারের অভাব দেখা দিয়েছে। মানবিক করিডরের অনুমতি পেয়ে শহরটি থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। শহরটির মেয়র বলেন, ‘আমরা কেবল ধ্বংস হয়ে যাচ্ছি। সামরিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে’।
*চেরনিহিভ শহরে এখনো বোমাবর্ষণ হচ্ছে
রাতে চেরনিহিভে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। রাজধানী কিয়েভ থেকে ১৪৩ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগত এই শহরের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।
*ইউক্রেনের নিয়ন্ত্রণেই বেশিরভাগ যুদ্ধক্ষেত্র
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, যুদ্ধের মধ্যে এখনো বেশিরভাগ এলাকা ইউক্রেন নিয়ন্ত্রণে রেখেছে।
*যুদ্ধের কারণে বাড়বে রুটির দাম
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। রুশ হামলার কারণে লাখ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা নষ্ট করবে। বেড়ে যাবে রুটির দাম।
*ইউরোপে রাশিয়ার গ্যাসের প্রবাহ অব্যাহত
শুক্রবারের মতোই প্রতিদিন ১০৯.৫ মিলিয়ন ঘনমিটার সরবাহ করছে রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রম। ইউক্রেনের ভেরত দিয়ে এই প্রাকৃতিক গ্যাস ইউরোপে যাচ্ছে।
*রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক হাব সিঙ্গাপুর, যা দেশটির জন্য এক বিরল পদক্ষেপ। সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে। এছাড়া কয়েকটি রুশ ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে।
*রাশিয়ার তেল আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রাশিয়ার তেলের মার্কিন আমদানি কমিয়েছে। এছাড়া বিশ্বব্যাপী সরবরাহ ও ভোক্তাদের ওপর প্রভাব কমানোর উপায় বিবেচনা করছে।
*মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা
ফেসবুক ও বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করেছে রাশিয়া। মস্কো সরকারের বিপক্ষে যায়—এমন তথ্য ছড়িয়ে দেওয়া সাংবাদিকদের কারাগারে পাঠানোর অনুমতি দিয়ে রাশিয়ার নতুন আইন পাস করেছে।
*ইউক্রেন ছেড়েছে ১২ লাখ মানুষ
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।
*যুদ্ধ করতে বিদেশ থেকে ফিরেছেন ৬৬ হাজার ইউক্রেনীয়
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ বলেছেন, অন্তত ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয় পুরুষ দেশের জন্য লড়াই করতে বিদেশ থেকে ফিরে এসেছেন।