ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ
ঢাকা: জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এ রাষ্ট্রপতির সম্মতির পর এর গেজেট প্রকাশ করা হয়েছে।রোববার (৩০ জানুয়ারি) ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরআগে, শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাস হয়। আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই ৫ জনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা