টিকা ছাড়া সরাসরি ক্লাস নয়: শিক্ষামন্ত্রী

টিকা ছাড়া সরাসরি ক্লাস নয়: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নাই। শিক্ষার্থীর প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে তারা।১২ জানুয়ারি থেকে টিকা না নেওয়া শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারবে না। তারা অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে পারবে। ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শেষ করবে সরকার। ন্যূনতম এক ডোজ নিলেই শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারে। ’আজ সোমবার ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হবে না। সীমিত পরিসরে ক্লাস চলবে। আমরা টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছি। ’শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষা স্বাভাবিকভাবেই পেছাবে। বৈশ্বিক মহামারী চলছে। শিক্ষার্থীদের ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব যত কম করা যায় আমরা সে চেষ্টা করবো। পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নিবো। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা