মহামারি থেকে কি মুক্তি নেই পৃথিবীর!

মহামারি থেকে কি মুক্তি নেই পৃথিবীর!
নিউজ ডেস্ক : মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব। করোনায় স্থবির অবস্থা কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে পৃথিবীর মানুষ।এ্ররই মধ্যে আবার করোনার ভয়াবহ ধরন ওমিক্রনের আঘাত। এরপরও বিশ্ববাসীর জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ মহামারি! অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম এক উদ্ভাবক সতর্ক করে বলেছেন, বর্তমান করোনা সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারি আরও প্রাণঘাতী হতে পারে।সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট এক বক্তৃতায় এই সতর্কতার কথা বলেন।সারাহ গিলবার্ট সতর্ক করে বলেন, বিশ্বের ৪০টির বেশি দেশে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। কারণ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কম কার্যকর হতে পারে।
সারাহ গিলবার্ট বলেন, কোনো ভাইরাস দ্বারা মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার এটাই শেষ ঘটনা হবে না। সত্য হলো, পরের মহামারিটি আরও খারাপ হতে পারে। সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।পরের মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখনই তহবিল গঠনের তাগিদ দেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা