ভালো আছেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী

ভালো আছেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আগের চেয়ে কিছুটা ভালো আছেন। বুধবার(১৭নভেম্বর) দিবাগত রাতে তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার(১৮নভেম্বর) দুপুর ১২টার দিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস  বলেন, গতরাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুকের ব্যথা কমলেও কেন ব্যথা হয়েছে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানাননি চিকিৎসকরা। সেজন্য বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা নিরিক্ষা করা হবে।আফরোজা আব্বাস বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে  এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।তিনি আরও বলেন, আপনারা জানেন আমি জাতীয়তাবদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছি। বুধবার পটুয়াখালী জেলা মহিলা দলের সম্মেলন ছিল। এটি অনেক আগেই নির্ধারিত ছিল। সেজন্য সকালে হাসপাতাল থেকে সরাসরি পটুয়াখালী যাই। সেখানে সম্মেলন করে এখন ঝালকাঠী অবস্থান করছি।বৃহস্পতিবার ঝালকাঠী জেলা সম্মেলন শেষ করে রাতে ঢাকায় ফিরবো। আশা করি রাতে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারবো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা