ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, ৪ ইউপি সদস্য প্রার্থী আটক

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, ৪ ইউপি সদস্য প্রার্থী আটক
চট্টগ্রাম প্রতিনিধি : ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করায় সোনাইছড়ি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের ৪ ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।আটককৃতরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফোরকান ও মাহবুব এবং ৭ নম্বর ওয়ার্ডের নাছির ও সিরাজুল।  ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীরা ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়টি চিন্তা করে তাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে।  সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর আগে থেকে দফায় দফায় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া