কাদার নিচে আমানত শাহর একাংশ

কাদার নিচে আমানত শাহর একাংশ
মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়ায় পদ্মা নদীতে রো রো ফেরি আমানত শাহর চার ভাগের একভাগ পানি ও কাদা মাটির নিচে ডুবে আছে। কাদা থাকায় জাহাজ দেবে গেছে, এখন সলিং করে বার্জ লাগাতে হবে,  তা না হলে ফেরি তোলা যাবে না- এমনটাই বলেছেন জেনুইন এন্টারপ্রাইজের ডুবরি স্বপন মিয়া।গত বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে লোড অবস্থায় আমানত শাহ নামের রো রো ফেরিটি ডান কাত হয়ে ডুবে যায়।   ওই সময় ফেরি থেকে তিনটি ট্রাক নামতে পারলেও বাকি ১৪টি ট্রাক-কাভার ভ্যানসহ কয়েকটি মোটরসাইকেল থেকে যায়।এ বিষয়ে চট্টগ্রাম বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, যেহেতু ফেরিটি দ্রুত উদ্ধার করতে হবে, সে কারণে তাদেরকে ডেকেছি সহায়তার জন্য। আমাদের সব লজেসটিক সাপোর্ট থাকবে। বিআইডব্লিউটি‘র তত্ত্বাবধানে তাদের ও আমাদের ডুবরি এবং আমাদের ট্রাক জাহাজ ও তাদের উইন্স ভার্জ একত্রে ডুবে থাকা ফেরি উদ্ধারে কাজ করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু