সাবেক স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার নামে দুদকের মামলা

সাবেক স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার নামে দুদকের মামলা
নিউজ ডেস্ক  : পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়কসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানান, দুদক, সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক আশীষ কুমার কুণ্ডু।মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম, তার স্ত্রী সৈয়দা তামান্না শাহেরীন  এবং সৈয়দ হাসান শিবলী।জানা গেছে, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে মানিলন্ডারিং, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকার সম্পদ অর্জন করেছেন। যা দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া