অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম

অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম
স্পোর্টস ডেস্ক : হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন ইনজামামের সাবেক সতীর্থ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান রমিজ রাজা।রমিজ টুইট করে লেখেন, ‘ভালো থেকে ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও, আর সেরে ওঠো বন্ধু। ’পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী ইনজামাম গত তিন দিন ধরে বুকের ব্যথার কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তার শরীর পরীক্ষা করে কিছু না পাওয়া গেলেও সোমবার দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার শরীরে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়। বর্তমানে সুস্থ আছেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।৫১ বছর বয়সী ইনজামাম পাকিস্তানের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৩৭৫টি ম্যাচ খেলে ১১৭০১ রান করেছেন। এছাড়া টেস্টে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করে দেশটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ইনজি পাকিস্তানের সবচেয়ে সেরা অধিনায়কদেরও একজন হিসেবে বিবেচিত।২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইনজামাম পরবর্তীতে পাকিস্তানের ক্রিকেটে নানা ভাবে কাজও করেছেন। ব্যাটিং পরামর্শকের পর তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। তিনি এর আগে আফগানিস্তানের হেড কোচের দায়িত্বও পালন করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত