ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল শ্রমিক নেতার

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল শ্রমিক নেতার
সিলেট প্রতিনিধি : সিলেটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল গাফফার নামে এক শ্রমিকনেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গাফফার গোয়াইনঘাট উপজেলার চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় মিনিবাস চালক সমিতির চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন।  স্থানীয়রা জানায়, গোয়াইনঘাট উপজেলার চিকনাগুল থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় পৌঁছালে জাফলং থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশা যাত্রী আব্দুল গফফার। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এ ঘটনার প্রতিবাদে এবং ট্রাক চালককে আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ  জনতাকে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায় নিহত আব্দুল গফফারের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু