নিউজ ডেস্ক : অ্যাপের মাধ্যমে আবেদন করলে খুব কম সময়ে মিলবে ঋণ। গ্রাহক স্বল্প সুদে দুই থেকে ১২ মাস মেয়াদে ১৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।মধ্যবিত্তের জন্য ব্যতিক্রমধর্মী ও সহজ এই ঋণ সুবিধা দিতে দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ডিজিটাল ক্রেডিট সল্যুশন ক্যাশ-ই।প্রথমদিকে নিজেদের অর্থায়নে ঋণ দেবে প্রতিষ্ঠানটি। পরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহ করে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে ক্যাশ-ই।বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরুর জন্য ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য রেগুলেটরি বডির কাছ থেকে অনুমোদন নিয়েছে ক্যাশ-ই।ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সুবিধা যারা পাচ্ছেন না, তাদের ঋণ সুবিধা দিতে চায় ক্যাশ-ই। এতে বিপুল সংখ্যক তরুণ কর্মজীবী আর্থিক সুবিধা পাবেন।সিঙ্গাপুরের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল লোন কোম্পানি’ (টিএসএলসি) এবং বাংলাদেশের অ্যালায়েন্স হোল্ডিংস যৌথভাবে শুরু করতে যাচ্ছে ক্যাশ-ই। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ঋণপ্রদানকারী সংস্থার সঙ্গে গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক আর্থিক সহায়তা দিতে ক্যাশ-ই কাজ করবে। এতে ঋণ সুবিধা ছাড়াও ঋণ আবেদনের অনুমোদন, নথিপত্র, বিতরণমূলক কার্যক্রম ইত্যাদি এবং অ্যান্ড-টু-অ্যান্ড এসব সেবা/সুবিধা পাওয়া যাবে একটি প্ল্যাটফর্মেই। এ বিষয়ে টিসিএলসির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ) দীপাক সালুজা বলেন, বিশ্বের উদীয়মান ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।